সাতেপাঁচে আজ পলাশ চৌধুরী

সাঁঝনামা
সান্ধ্য নয়
এখনই তো শোভা
এই ঝুমঝুম, এই হৃদবেল
এখনই তো চলা
আমাদের প্রিয় পশ্চাতে
আড়াই হাতের খুঁটি
মধ্যমার মহাযশ
আর কি, অনন্ত বিয়োগ
অন্ধকার
টুকটাক আন্দোলন
বাতাস, তীব্র পেয়াদা
আর টুকুটুকু গলন
মুকুট ধরার আগে
কোথা আর ধড় নেই
আনন্দে সেপাই নয়
আনন্দ সেপাইরা বসে আছে
গাছ আছে
পাতা আছে
চৌকি লাগে না এদের
ইচ্ছেতে হেসে নিতে