ক্যাফে কাব্যে পৌলমী ভট্টাচার্য্য

জৈবিক লালসা 

বহু জন্ম ধরে প্রতীক্ষায় বাস
নিরলস প্রচেষ্টায় এগোল মুহূর্তরা
ক্ষুধার বাসনায় জর্জরিত জৈবিক দেহে
অপর জীবের বাস –
বোহেমিয়ান সে নয় ।
ক্রোমোজোমের সাক্ষাৎ হয় রসায়নের বিন্যাসে
আলাপে এগোয় আলাপচারিতা
খিদে ছোটে কামের কাছে
সর্বকালীন ও সর্বজনীন রোগে ওঠে জোয়ার ।
ষড়রিপুর অবস্থানে তৈরি হয় জৈবিক প্রক্রিয়া
দুঃখ শোকের আশ্রয় ছেড়ে
গুটিপোকা ওঠে জেগে ,
জারিত রসে কামার্ত আশ্রয়ে
মিলিত হয় দেহ , চাহিদারা ।
এক কোণে পড়ে আছে নিঃসহায়
কুঁকড়ে থাকা বাজা মন ; তবু ,
জৈবিক লালসা রূপ নেয় নিষিদ্ধ প্রেমে
কালজয়ী ভূমিকায় অবতীর্ণ হয় পরকীয়া।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।