দিব্বি কাব্যিতে পিয়ালী বসু
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
দেখা
শ্রুতি ও কথ্যের মাঝে
হাইফেন হয়ে বসে ‘দেখা ‘
প্রেম
আখ্যান, প্রত্যাখ্যান যখন টানটান হয়
তখন পর্দার আড়ালে অসংলগ্ন দুপুর ‘ লেখা হয়
শরীরী
জাফরি কাটা ঘুমের পাশে
ভোর রাতে পাশ ফিরে শোয় মিথুন মূর্তি
আলো
বিষণ্ণ হেমন্তে, শব্দহীন প্রত্যাখ্যানের মাঝে
স্পর্শবর্ণাতুর এক ভালোবাসা অনুভূত হয়
সম্পর্ক
হরফের মাপ
চেনা অনুভুতিকে আপন করে নিলে
সম্পর্ক তৈরী হয়
স্পর্শ
যে যৌথতা আজন্মকালীন
স্পর্শের উচ্চারণগত সত্যতা সেখানেই
জীবন
নামের চলন নয়
প্র্যাগম্যাটিজমের ক্লাসই জীবন ‘
ঋতু
প্রেমে -অপ্রেমে হৃৎপিন্ড ভাসিয়ে..
প্রতিটি ঋতুই অবিনশ্বর
দাগ
সুখ, ঘর, ফুলচিহ্ন
আর দেহে মেলে রাখা শতজন্ম ক্ষরা
এইতো ‘ দাগ ‘
ঘুম
হার্ট, বেনথাম, অস্টিন পড়ার পর
লাইফ সাপোর্টে চলে যাওয়াকে ‘ ঘুম ‘ বলে