কবিতায় প্রদীপ বসু

বিষকন্যার জীবনগাথা

না বলা কথা গুলো বুকে বিষ ঢালে,
অমৃত সুধা পানে গরল করেছি গ্রহণ
“ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় …
চাঁদ যেন ঝলসানো রুটি ”
আজীবন ঐ একটি কথার অন্বেষণে
‘পারিজাত নন্দনকাননে’ করবো ভ্রমণ।
শির উঁচিয়ে শিরদাঁড়ায় ভর করে যদি বলতে পারতে ভালোবাসি,
থাকতাম না আজো অরক্ষনীয়া,হতেম না ঘর বিমুখ পরবাসী।
কিসের অভাবে অভাবিত তুমি, সরেনি মুখে কথা,
তবে কেন ঐ চোখে চোখ রেখে বলেছিলে,চাঁদ তারা সাক্ষী;
আজ থেকে ‘তুমি আমার একার’….
‘থাকবো শালিখের জোড়ায় দিন রাত্রি ‘।
মোবাইলে ঘড়ির ঘন্টা, মিনিট, সেকেন্ডের ছন্দে ছন্দে তোমাকে ভালো বাসতাম,
তোমার মুঠোফোনের ডাকে,সব বাধা অতিক্রম করে নন্দন চত্বরে ছুটে আসতাম।
পরন্ত ডুবে যাওয়ার আগের রৌদ্রে তোমার অবিন্যস্ত চুলের সাথে স্মিত হাসি দেখতে…
দিগ্বিদিক জ্ঞান হারিয়ে দাদার চোখকে ফাঁকি দিয়ে আসতাম ছুটতে ছুটতে।
সমুদ্রের বুকে যেমন ঢেউ খেলে উথালি পাতালি করে,
আমার বুকেও একই অনুভবে অনুভূতি প্রকাশিত,উদ্বেলিত….আজ উপেক্ষিত;
” সেই তুমি আজ কেন অচেনা হলে…?”
” ধীরে ধীরে বদলে গেলে……”
তবুও কিসের অছিলায় অনুচ্চারিত রয়ে গেছে ঐ দুটি প্রেমময় শব্দের কথা,
জীবন আজ বিষময়,ঘরছাড়া,বাকরুদ্ধ, বাঙময় জীবনগাথা।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।