কবিতায় পল্লব ভট্টাচার্য

আগুনকে জড়িয়ে ধরো
দেখেছি আগুন জ্বলছে
আনন্দে নেচে চলেছে মৃত্যু।
পুড়ে ছাই হয়ে যাচ্ছে প্রকৃতি
আগুনের স্পর্শে গলে যাচ্ছে পাহাড়
চাঁদ চুমে নিচ্ছে তাপ
আর গাইছে অন্তিমের গান।
অমর মৃত্যু—, মৃত্যুর আনন্দে অস্থির
পলকে পলকে চায় মৃত্যুর আগুন।
সমুদ্র বাধার রোষ
মৃত্যুরে উসকে দেয় ক্রমে ক্রমে
সে আগুনে কেবলমাত্র ডুবে যাবে শরীর-
পুড়ে যাবে হাড়-মাংস— হয়ে যাবে ছাই।
জেনেছে মৃত্যু—
মৃত্যু সেতো জন্মের চেয়ে আরো বড়ো
ওইতো জন্ম দেবে আগুন আরো— আরো।
এই মুহূর্ত একমাত্র থাক
পিছু ফিরে দেখা—, পিছে যাক
যেখানে যা আছে থেকে থাক একইভাবে
মৃত্যুকে চুমে নাও-
আগুন কে জড়িয়ে ধর—,যদি পারো।