T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় প্রদীপ বসু

যাপিত জীবন কবিতায়
কবিতা তোমার জন্য লিখতে হবে আজ যা কিছু,
তোমার আমার সম্পর্কে রয়েছে যা যা ফেলে এসেছি পিছু।
ছিলাম আমি আর তুমি বিশ্ববিদ্যালয়ের সহপাঠী,
সুযোগ পেলেই একলা আমি তোমার আকাশে ভাসি…
তুমিই আমার অনুপ্রেরণা প্রথমেই বলে রাখি, আমি বাংলা ভাষী।
শব্দেরা ভীড় জমায় আমার মনে, মগজে,
মাথায় হাত রেখে কিছু শব্দকে নামিয়ে আনি ‘কোরা কাগজে’।
ছেলে বেলায় শুনতে যেতাম আবৃত্তির আসর,
হৃদয়ে বাজতো সেই সব রথী মহারথীর কণ্ঠে শব্দের আখর।
আজও ছুটে যাই তোমার টানে দিশেহারা হয়ে দিগ্বিদিক,
লুটে পুটে নিয়ে আসি যত শব্দরাশি, কুড়াই এদিক ওদিক।
“দিশেহারা পাগল মন টারে…”
তোমার জন্য হৃদয়ে আকুল আবেদন করি সবারে,
তোমাকেই ভালোবাসি বুক উজাড় করে।
পাড়ায় বা ঘরে নিন্দে মন্দ যে যা বলে বলুক লোকে,
আমি অদ্ভুত এক উড়নচন্ডী বাউন্ডুলে চেঁচায় নিন্দুকে।
সারাটা জীবন যাপন করতে পারি তোমার সঙ্গে সহবাস,
এখন তবে এক নির্দিষ্ট দিন ‘বিশ্ব কবিতার দিবস’, রোজ রোজ হবে না কেন বাংলার মাটিতে???
কেন নয় তিনশো ছেষষ্টি দিন, বারোমাস???