T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় পৌলমী ভট্টাচার্য

এটা কিন্তু জাহান্নামীয় শব্দ নয়
নির্বাচিত কুয়াশার জহর কোটের বোতাম আটকাই । ভিজে ঘরানায় তোমার কনে নই বরং কপালে আড়ি ছন্দে কাব্য করছে অসম্ভবের বিশেষণ।
রাতভোর বৃষ্টিপাত ঘরোয়া হ’লে বোকা পায়রার ঠোঁটে অক্ষর পাতি,বকবকম্ করতে মন চায় তোমার পাঁজর ঘিরে ।
পারি না। সচ্ছ্বল নাবিকের হাতে ভালোবাসা উড্ডীন পায়রার নিঃশ্বাসের মতো পেয়ার পেয়ার নয় । জলের ধারায় চেরাপুঞ্জি হয়তো আসে না কিন্তু বস্তু এবং আমার মাঝে flawless বন্ধুত্ব আছে বুঝি।
এটা কোনো জাহান্নমীয় শব্দ নয় তবু সোনামুখী হলেও ভোঁতা করার সাধ জাগে।
স্বপ্নটা রাত ৩ টে ৩০ গতে তোমার জমাট অস্তিত্বকে বোঝাতে চাইলে ক্ল্যাচার খামচে ধরে শীত গেলা অর্ধ চেতনাকে।