আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ প্রণতি বন্দ্যোপাধ্যায়

আমার মাতৃভাষা 

আমি বারবার নতজানু হই
তোমার সমুখে, –
হে মোর মাতৃভাষা।
তুমি যে আমার মা।

এইভাষাতেই পড়েছি আমরা
রবীন্দ্র- নজরুল, সত্যজিৎ,
পড়েছি আমরা জীবনানন্দ,
চৈতন্য চরিতামৃৎ।

এতো মিঠে ভাষা, জগৎ মাঝারে
কেউ শুনে নাই আর,
মায়ের ভাষা কে ভালোবেসে,
-বাঙালি প্রাণ দিলো বারবার।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।