সাতে পাঁচে কবিতায় পারমিতা ব্যানার্জি

যন্ত্রণার মহাশূন্যে

আকাশ খবর বোনে _
নক্ষত্রের নকশি কাঁথায়!!
কোনো এক কালো পরী
রাত বাড়লেই খুঁজে নেয়
ছন্দ-নেশা নীল কবিতা…
তখনই একে একে সব
“তুমি”রা এসে জড়ো হয়
স্থাপত্যের পাদদেশে;
আমাকে ভীষণ ভালবেসে
বৈপ্লবিক চেতনা জাগায়!
সমাবেশে সোচ্চার সেই
সব মুষ্ঠিবদ্ধ হাতগুলি
ভীষণই ক্ষোভের মুখে
আমার ‘আমি’র সাথে
আকাশের পথেই ধায়!
আমি – তুমি মিশে যাই
গলি থেকে রাজপথে,
আগুন ঝরানো কলমে!!
বিপ্লব জ্বলে ওঠে _
চোখের তারায় তারায়…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।