T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় পল্লব ভট্টাচার্য

সাবালক হবে স্বপ্নেরা
একদিন স্বপ্নেরা জেগে উঠবে
একদিন স্বপ্নেরা সাবালক হবে
নীল আকাশে মেলে দেবে দুর্গমের ডানা।
ভোরের শিশিরে পা ধুয়ে
দুরন্ত গতিতে ছুটে যাবে সূর্যোদয়ের দিকে।
হয়তো মাথার ওপর থাকবে তোমার স্পর্শের ছাত
রয়ে যাবে মুখোমুখি বসে থাকা
আর,করপুটে ঝরে পড়া শিউলি একরাশ।
একদিন, সোনালী রৌদ্রে ডুব দিয়ে
আবার খুঁজে পাবে হারিয়ে যাওয়া তরী
ভাসতে ভাসতে যে তরী আবার খুঁজে পাবে কুল
একদিন স্বপ্নেরা ভেঙে দেবে, জমে থাকা ভুল।
হয়তো আবার মন মাঝি গাইবে ভাটিয়ালি
বৃষ্টি ভেজা শরীর গাবে মল্লারে গান
কোনো এক অশনি সম্পাতে কষ্টগুলো হবে খান খান।
একদিন ঠিক সমস্ত হারানো ফিরে পাবে
হারিয়ে যাওয়া শব্দেরা আবার কবিতা হয়ে যাবে
সবুজ ধানের শীষে আবার স্বপ্নেরা দোল খাবে
হারিয়ে যাওয়া সকাল গুলো জড়ো হবে
একসাথে একসুরে নতুন করে আবাহনী গাবে।
একদিন শরীর থেকে সরে যাবে পুরনো উত্তরীয়
সমস্ত অপেক্ষার আক্ষেপ হবে বর্জনীয়
তোমার হৃদয়ের প্রশান্ত সাগরে থেমে যাবে ঢেউ
হয়তো নতুন করে নির্ভয়তায় ডেকে নেবে কেউ।
দেখো,স্বপ্নেরা একদিন সত্যি হয়ে যাবে
স্বপ্ন দিয়ে স্বপ্ন গড়ে বাস্তবের ঠিকানা খুঁজে পাবে ।।