কবিতায় বলরুমে পৌষালী বিশ্বাস

দখিন বারান্দা
পাশে শুয়ে তুমি,
তোমার গালের এক অংশ আমি দেখতে পাচ্ছি,
ওখানে আমার ভাবনার রেখাচিহ্ন ফুটে উঠেছে।
তোমার কপালে বিন্দু বিন্দু ঘামের মধ্যে,
আমার বহু মাসের যাপনের আল্পনা।
তোমার নিঃশ্বাস আমি শুনতে পাচ্ছি,
এ যেন কত কথা বলে দিচ্ছে…
তুমি পাশ ফিরে শুলে…
মনে হলো কত জন্ম পার হয়ে গেলো আমার…
আরো অনেক মুহূর্ত তোমার নিঃশ্বাস শুনতে পাব…
তাই কি আমি বেঁচে আছি এখনো ?