T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় প্রান্তিক বিশ্বাস
by
·
Published
· Updated
আশ্রয়
ভিজে দুপুরের চাদর ঢেকে
আদরে মাখা ভাতঘুম
কালো মেঘলা হাওয়া দেয় খুলে
জানলাটা হুশ করে
ঝড় শানাচ্ছে ক্ষুর
পাশ ফিরছি আমি
মিষ্টি কারো স্বপ্নে…
বিদ্যুৎ চমকাল, পড়ল বাজ
আর বুকে আশ্রয় নিল সে
কিচ কিচ কিচ কিচ
এ ঘরে তো চড়াই ঢোকে না!
যাগ্গে কত আর নোংরা করবে?
কামনা গাঢ়তর হয়…
ধীরে ধীরে, স্তরে স্তরে।
ফর ফর ফর ফর
উড়ছে দেখি সারা ঘর;
ঘুরছে পাখা, ঠিক পালাবে
আর একটু পর।
কোলবালিশের ওম
কল্পনাকে ঘন করে…
ভাঙল ঘুম,
অনিচ্ছার পড়ন্ত রোদে
বেলাশেষে।
পাখিদের বৈকালিক তানে
চোখ যায় খুলে,
ঘর নোংরা করেছে
সাধারণ চড়াইটা;
অসাধারণ পাখার সাথে
যুঝতে সে পারেনি।
রক্তাক্ত শরীর ঠেলে
জানলার দিকে
আকুল চোখে তাকিয়ে,
একটুকরো ঘোলাটে আকাশে;
মরতে আর একটু দেরি…
বন্ধুকে বলতেই হবে
আশ্রয় চিনতে
যেন সে
ভুল না করে।