ক্যাফে গল্পে পৌলমী বিশ্বাস

হেমলাবণ্য
আমাদের সমাজের যেসব ছেলে মেয়ে একটু লম্বা হয় আর যদি উচ্চমাধ্যমিক পাশ করা থাকে তবেই তার পরিবার থেকে আত্মীয় স্বজন,বন্ধু বান্ধবী বা প্রতিবেশী বা ধরুন রাস্তার পথ চলতি মানুষ সবার একটাই কথা থাকে তখন মুখে ভালোই তো লম্বা হয়েছিস পুলিশের লাইনে যেতে পারবি এবার দৌড়াতে শুরু করে দে। সে যদি লম্বা হয় তাকে কেন শুধু পুলিশই হতে হবেই শিক্ষকতা,ডাক্তার,নার্সিং, অভিনেতা, অভিনেত্রী, রাজনীতি, আরো কত সরকারি বেসরকারী পেশা আছে সে যদি মন থেকে সেটা করতে চাই আপনি নিজের ইচ্ছা কোনোদিনও হস্তক্ষেপ করতে পারেন না অন্যের ইচ্ছা বা স্বপ্নের উপর। আমি এমন কিছু মেয়েকে দেখেছি যে ভালো নম্বর দিয়ে স্নাতক ডিগ্রি পাস করেও কোনোদিনও সরকারি চাকরির পরীক্ষার বসে নি, গৃহবধূ হয়ে সারাজীবন কাটিয়ে দিয়েছে আবার এমন ছেলেদের কেও দেখেছি যে ভালো নম্বর নিয়ে পাস করে কোনো দিনও সরকারি চাকরি পরীক্ষায় বসার চেষ্টা ও করে নি পরবর্তী সময়ে নামকরা বাচিক শিল্পী,ব্যাবসায়ী, অভিনেতা, নৃত্য শিল্পী বা লেখক হয়েছে। আমি জানি না মানুষের মধ্যে এমন মানসিকতার কবে জন্ম হয়েছে? কিন্তু এটুকু জানি এই সমাজের সব মানুষই চাই তার ছেলে মেয়ে সরকারী চাকরি করবেই। কিছু কিছু মা বাবা সন্তানের জন্মের আগে থেকেই ভেবে নেয় সে ভবিষ্যতে কী হবে? আমি বুঝি না এই সমাজে যদি সবাই সরকারি চাকরি করে তাহলে বাদ বাকি পেশার কী হবে? একজন মানুষ যেমন অন্য একটা মানুষ বা পরিবেশের উপর নির্ভরশীল ঠিক তেমনি একটি মানুষের পেশা অন্য আরেকটি মানুষের পেশার উপর নির্ভরশীল এই কঠিন সত্য কিছু মানুষ কোনোদিনও মেনে নিতে চাই না।শুধু সরকারি চাকরি করলেই সমাজে সম্মান পাওয়া যায় এই যে মানুষের সব থেকে ভুল ধারণা এই সমাজের কিছু মানুষ তা কোনোদিনও অনুধাবন করার চেষ্টাও রাখে না। একজন মানুষ যে ভবিষ্যতে কী হবে সেটা শুধু তার নিজের উপরেই নির্ভর করা উচিত। সবাই সরকারি চাকরি করতে চায় না এটা মানুষরা বোঝে না। কেউ বেসরকারি চাকরি বা ব্যাবসা বা আরো অন্যান্য পেশার কাজ করতে চাই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,সৌরভ গাঙ্গুলি, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুপম রায়, ঋতুপর্ণ ঘোষ, আরও কত নামকরা কবি,গায়ক,অভিনেতা, অভিনেত্রী,সুরকার, গীতিকার,ব্যাবসায়ী, কত মানুষই তো আছে তারা সরকারি চাকরি করা কিছু কিছু মানুষের থেকেও আরো অনেক ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। যার যার নিজের ইচ্ছা বা স্বপ্নের উপর তাকে বাঁচতে দিন।সে ঠিক নিজের জগতে একদিন প্রতিষ্ঠিত হবেই। আশা ছাড়লে হবে না আর নিজের ইচ্ছা বা স্বপ্নকে ভালোবাসতে হবে কিন্তু নিজেকে হারিয়ে ফেলে নই বরং নিজেকে নিজের স্বপ্ন বা ইচ্ছার থেকে আরও দ্বিগুন বেশি ভালোবাসতে হবে। কারণ নিজেকে যে বেশি ভালোবাসতে পারে নি তার স্বপ্ন বা ইচ্ছা কোনোদিনও সে পূরণ করতেও পারে নি।
সমাপ্ত