T3 || রবি আলোয় একাই ১০০ || সংখ্যায় প্রজ্ঞাপারমিতা ভট্টাচার্য

দহনবেলায় ধারাজল
অন্ধকার সেইসময় একা একেবারে একা
পাতা কাঁপছে না একটুও,
আবাতাস নিগন্ধ চরাচর,
হঠাৎ দুরন্ত প্রেমিকের উদ্দাম আদর
বিজুলিরেখায় গাঢ় কালো অন্ধকার আলিঙ্গন,
সহবাসের নিকষ কালো রাত,
মিলন আশ্লেষে ফিকে।
জমাট নিঃসঙ্গতা কেটে গিয়ে সৃষ্টিসুখ
বৃষ্টি ধারায় অপার স্বাধীনতা
কচি ধানের শিষে একদল শিশু মুখ।
ঐ আগামীতে আলো
আদ্যিকালের স্বপ্ন আজও তাই
বিশ্বাসে তো না – বন্ধক আজও,
জীবন হারা ভিক্ষুক তো নই।।