|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় পিনাকী বসু

হাত
হাতড়ে হাতড়ে হাতদুটোও ক্লান্ত হয়।
তারপর,কখনো সামনে,কখনো পিছনে,
কখনো পাশে, কখনো কোমরে,
কখনো বা হাঁটুমুড়ে,হাতে হাত রাখে।
ঘষাকাঁচে, যতিচিহ্নের মত,
তালু ময় বুলেটেের দাগ,
যেন কারও ইচ্ছের তুলি।
অমরত্ব মিথ্যে জেনেই থেমে গেছে আঙুল।
এখন, মানুষ আর মানুষের ঈশ্বর নয়,
শুধুই দেহ রথের রাখাল।
যদিও, একথাও ওদের নিজস্ব নয়।।