কবিতায় প্রদীপ বসু

ধরি মাছ না ছুঁই পানি
চলার পথে এগিয়ে গিয়ে হোলাম পথ ভ্রষ্ট,
আঁকড়ে ধরে রাখতে গিয়ে পুরো জীবন নষ্ট।
কিছু কথা ধরে থাকলে পারতাম না আজো পাশে থাকতে,
ঠোক্কর খাবার পরেও এটাই আমার বদ অভ্যাস,
তবুও আঁকড়ে ধরি নিজের করে বাঁচতে।
ভার্চুয়াল জগতে হয় না তেমন মনের মত সঙ্গী,
‘ধরি মাছ না ছুঁই পানি’ এভাবেই কাটছে, আঁটছে শুধুই ফন্দি।
দীর্ঘদিনের মেলা মেশায় কেউ কেউ হয়ে যায় আপনজন,
কষ্ট হয় তখন, যখন সে যোগাযোগ বিচ্ছিন্ন করে ধরে না মুঠোফোন।
বড্ড ‘মন কেমন করে’ ঘরে বসে না মন,
দিবারাত্রির অবসানে খুঁজে ফিরি সেই আপনজন।
তবুও যখন দেখি নেই কোন হেল দোল,
মনে মনে করি আফসোস,স্মৃতির পাতায় খুঁজে ফিরি, তবে আছে কি কোনও ব্ল্যাকহোল???