আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ পৌলমী ভট্টাচার্য

সংকল্প
সেই পুরোনো দিনের কাব্যাংশ নেই,এখন চিঠি হয়েছে গভীর কুয়াশা।
চুপড়ি খোঁজে মন ,
ঘণ সুহৃদ জঙ্গল ।
বেশ কিছু পথ পেরোলে আমিও হোলাম ঘণ। দু’পাশে ঘনিষ্ঠ হওয়া শাখা-প্রশাখাদের বৃদ্ধ হোতে ভয় করে না। ওদের কোনো অনুতাপ নেই, চিঠিও আসে না বল্কল পেরিয়ে রোদ পালটে।
প্রবীণ পথ পেরিয়ে ছুটে আসে শিশু,হাতে মায়াভরা আলো। গাছগুলো কখন যে ওর রাজপ্রাসাদ হ’ল বুঝিনি। ফুটে থাকা সংকল্পরা গুল্মদের মাথায় জড়ো হ’লে বন্ধুত্বের বুনন শুরু হয়।
আমার দু’চোখে অপরিপূর্ণতার ঢল নেমেছে ।ওদের যেখানে আমি ফুল বলে জেনেছি এতোদিন ;অক্ষর ফাঁক করে ভবিতব্য এসে বোঝায়…
ওরা ফুটে থাকে অরণ্য বাঁচিয়ে রাখার জন্য
সংকল্প নিয়ে।