কবিতায় প্রিয়াঙ্কা ভুঁইয়া

শোনো, তবে বলি…

শোনো, তবে বলি, তুমি-আমি সবাই আসলে আগন্তুক,
জীবনের এই রঙ্গমঞ্চে ক্ষণিক সুদক্ষ অভিনয়ের সুখ;
পাঁজর ভাঙা লোহাও কাঁদে ঝলসানো হৃদয়ে চুপিসারে,
পোড় খাওয়া মানুষ নির্বিকার পরিস্থিতির নির্মম প্রহারে।

নিঝুম রাত, আলোকিত ফুটপাত ও একলা শহরতলি,
মুহূর্তরা জমায় ভিড় স্মৃতির সরণির সমস্ত অলিগলি;
ছন্দহীন কাব্যগুলো বিরহ সাজায় আনমনা মন জুড়ে,
তবু জেনো, আজও উজানের প্রতীক্ষায় তরী নোঙরে।

অঝোর বৃষ্টি ভেজায় শহর মেঘের জমানো অভিমানে,
নীরদের তীব্র কলহ চলে অবিরাম এ বর্ষামুখর গানে।
সুদূর দিগন্তরেখায় মন তবু স্বপ্ন বোনে ভালো থাকার,
অসীম সাগর উন্মুক্ত আকাশে যেথায় মিশে একাকার।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।