মার্গে অনন্য সম্মান পিয়ালী বসু (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭২
বিষয় – ছোঁয়া

তোমার পরশ

গোধূলি বেলায় কনে দেখা আলোয় সাজিয়েছি মন
সবার মাঝে থেকেও তাই নিজেকে হারাই সর্বক্ষণ
তোমার ভাবনায় ছিলেম মগন আপনারে ভুলে
কুয়াশা কাটিয়ে আসবে তুমি রেখেছি বাতায়ন খুলে
কবিতার খাতায় তোমার নাম যত্নে আছে লেখা
মনের মধ্যে চিরনবীন আমাদের সেই প্রথম দেখা।
কিশোর কিশোরীর মান অভিমান কবে যে সাঙ্গ হল
পাতা ঝরার বেলায় আর কে তার খোঁজ রাখে বলো
শুধু সেই বলিষ্ঠ বুকে প্রথম পৌরষত্বের সুঘ্রাণ মাখা
যা আজও আমার চেতনায়,আমার মননে সযত্নে রাখা।
প্রথম পাপড়ি খসলো যেদিন তোমার হাতের ছোঁয়ায়
প্রথম যেদিন তোমার কন্ঠস্বর বুকেতে কাঁপন ধরায়
সেদিনও তুমি খানিক এমনি ছিলে আপনভোলা উদাস
সেদিনও কানে বার্তা তোমার পৌঁছে দিত বাতাস।
ঝোড়ো হাওয়ায় উড়ে গেল সব বাধা এক লহমায়
তোমার রঙে মনের ক্যানভাসে সাজিয়ে নিলে আমায়।
কত বরষ পার করে এলেম এমনি অবলীলায়
কাটিয়ে দিলেম কত রজনী মান অভিমানের খেলায়
এখনও জড়িয়ে প্রথম প্রেমের নেশার মদিরতা
বাড়ছে প্রতিদিনের চন্দ্রকলার মত তার গভীরতা।
এমনি করেই বেঁধে রেখো মোরে তব বাহুপাশে
এ পৃথিবীতে বাকী দিনগুলোও কাটুক এমনি ভালোবেসে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।