ক্যাফে কাব্যে পৌলমী ভট্টাচার্য্য

রবির ছুটি

সে দিনের কথা …
বিবাহ যোগ্যা কন্যা বয়স যখন দশ
পাত্র গলায় পড়িয়েছিলেন বরমাল্য
ঠাকুর পরিবারে বাইশ বৎসরের রবি
তখনই ওঁর নাম , খ্যাতি , বিপুল তরঙ্গে যশ ।
সকলের মৃণালিনী আমি , রবির কেবল ছুটি
অভিমান , ক্ষোভ জন্মাত ঠিকই দিবা – রাত্রির মতন
ভালোবাসার বন্যা দিয়ে কাব্য করে বলত আমায়
বাদল গেছে টুটি ।
দক্ষিণডিহির নই এখন , জোড়াসাঁকোর বঁধু
শিক্ষার দর্পে জোড়াসাঁকো বাঁধা
ভুলি নাই আমি কভু ।
ভানুসিংহের সিংহিনী আমি , মান্যি – গন্যি পাই
এত কেলেঙ্কারি চাই নে যে
আমার রবি , রবির ছুটি হয়ে শুধু বাঁচতে আমি চাই ।
উনি ছিলেন কর্মযজ্ঞের ঋত্বিক
আমি নেহাতই সাধারণা
ঐ প্রাসাদে ওনার কাছে আমার প্রতি শ্রদ্ধার খামতি ছিল না ।
কখনো রবি পৌঁছে গেছে আইফেল টাওয়ারে
কখনো বা শিলাইদহ , সাহাজাদপুর , কালীগ্রামে
নতুবা এলাহাবাদ ঘুরে কলকাতা কিম্বা শান্তিনিকেতনে ।
রাজা – রানী নাটকের আমি নারায়ণী
বিবিধ পরিচয়ে আমার থেকে আর কে বা আছে সুখী ?
কেবল নিজের উঠোনে লতানে এক পোড়া জনম দুঃখী ।
বুকের ওপর বইয়ের বাস অন্তরে নতুন বৌঠান
একলা ঘরে নিশিযাপন ওর , আমি ছিলাম বাদ …
এক আবর্তে সঙ্গ মেখে বাহির হব যখন
মাথার কাছে এসে দাঁড়াও রবি বলত তখন ।
দুখজাগানিয়া আমি , অর ঘুম ভাঙ্গানিয়াও বটে
আমার মনের ঘুম ভাঙ্গানোর সাধ্য কি ওঁর আছে !
ভ্রামণিক সম্পর্ক থাকত চিঠিতে , যেত যখন এ দেশ , ও দেশ , বিদেশ
আপনি আপনারে যত্নে রেখ কাছে আসত আদেশ ।
বেলা,রথি,মীরা,শমি কে নিয়ে প্রহর গুণতাম রোজ
দিনলিপিতে উঠত পালক ;
কুশল সংবাদ জানার ইচ্ছায় আসন্ন তিথির রাখতাম খোঁজ –
সাহিত্য সেবায় , দেশের সেবায় থাকত দেশের রবি
সকল কূল ধন্য করে হল বিশ্বকবি –
পত্র লেখার সময় হলে সম্বোধনে ভাই ছুটি
আমার জীবন অস্তগামী রবির এখন ছুটি ।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।