ক্যাফে কাব্যে পাভেল আমান

বিভাজন ভুলে
সব ভেদাভেদ দূর করি
সবাই মিলে হাতটা ধরি
নিমেষে ভুলে জাত পাত
প্রাণটি খুলে মনকি বাত।
তুমি আমি পাশে থাকি
নানা রঙ্গে ছবি আঁকি
চেতনার দ্বার খূলে
ভাবনারা ফলে ফুলে।
ভয় জয়ে হাটি পথ
নেমে আসে শান্তি রথ।
একসাথে মিশে সবে
চলাফেরা শুরু তবে।
বিভাজন ভুলে যায়
সম্প্রীতির গান গাই
জেগে থাক মানবতা
মন ভরে সজীবতা।