ক্যাফে কাব্যে পাভেল আমান

অপূরণ স্বপ্ন
অপূরণ স্বপ্নতে খুঁজে চলি
চাওয়া-পাওয়া যত কিছু
আনমনে সর্বদা কথা বলি
ভাবনা যেন লেগেছে পিছু।।
স্মৃতির আড়ালে মুখ ঢাকে
ফেলে আসা নানান কথা
চলার পথের নিত্য বাঁকে
জেগে উঠে চেতনা যথা।।
সীমানার প্রান্তরে তবু আছে
আরো নতুন দৃপ্ত আশা
কালের দ্বারে জীবনের কাছে
ভুলে বসেছি ব্যক্ত ভাষা।।
অগোচরে তলিয়ে যাচ্ছে দ্রুত
বেঁচে থাকার সুষম চক্র
ঘনঘটা নিমেষে যেন শ্রুত
সব কিছুই বিমুর্ত বক্র।।
খুঁজতে আছি মনন গড়ে
অপূর্ণ সব স্বপ্নের প্রাপ্তি
মুহূর্ত মাঝে মুষড়ে পড়ে
ভাঙ্গা-গড়ার নিযুত ব্যাপ্তি।।