ক্যাফে কাব্যে পাভেল আমান

জীবন বাধা
ঝরে যাক শুষ্ক পাতা
পড়ে থাক সাদা খাতা
এলোমেলো ভাবনারা
অনায়াসে দিশেহারা।
জমে আছে কথা নানা
খুঁজে চলে ব্যক্ত ডানা
মন ভাসে আয়নায়
উঁকি মারে সীমানায়।
জেগে আছে কত স্মৃতি
পার করে ভয় ভীতি
আশা নিয়ে রচি ভাষা
ভুলে গেছি চির হাসা।
দুখ জ্বালা বুকে রবে
স্বপ্ন জুড়ে পথ তবে
জীবনের বাধা নানা
প্রতিক্ষনে দেয় হানা।