কবিতায় পাভেল আমান

অভিযান
জীর্ণতা সব পড়ে থাক
চির নতুনের আহবানে
চলো বন্ধু হাতটি ধরে
পাড়ি দিই অভিযানে।
ব্যথা বেদনা সরিয়ে রেখে
প্রত্যাশাকে সঙ্গে করে
আবারো শুরু পথ চলা
দুজনে মিলে চিরতরে।
বাধা বিঘ্নতা মাড়িয়ে দিয়ে
মনের বলকে সাথে নিয়ে
তুমি আমি শান্তির বাঁধনে
ডুবে যায় ঐক্যের সাধনে।
সব পিছুটান ঝেড়ে ফেলে
জমে থাকা ভাবনাকে মেলে
জেগে উঠুক মনুষ্যত্ব বোধ
ভুলে গিয়ে জিঘাংসা ক্রোধ।