T3 || ঘুড়ি || সংখ্যায় পাভেল আমান

সৃষ্টি নেশা
ডুব দিয়েছি সৃষ্টি নেশায়
বেঁচে থাকার নিত্য আশায়।
সংকটে আজ আকীর্ণ ধরা
মানব গড়ে জমছে জরা।
ঘোর তমসা এসেছে নেমে
জীবন ধারা গিয়েছে থেমে।
সাজানো সব ছবির শোভা
হারায় যত রঙের আভা।
বদলে গেছে সমাজ ছবি
মেঘের কোলে লুকাই রবি।
নিভৃতে বাসে মানুষ থিতু
দিন যাপনে প্রাণটা ভীতু।
বিলীন যেন মনের হাসি
মুহূর্ত মাঝে উঠছে কাশি।
সুদূর পানে দৃষ্টি প্রসার
ভাসে নানা যাতন প্রকার।
দুঃখের বহর ভুলে গিয়ে
ঘর বেঁধেছি ভাবনা নিয়ে।
সৃষ্টি নেশায় মনটা পাগল
নিমেষে ভাঙ্গি যত আগল।