ক্যাফে কাব্যে পাভেল আমান

মনের প্রশ্নমালা
জমছে মনে প্রশ্ন মালা
সকাল সন্ধ্যে এই ভুবনে
নানা রকম যাত্রা পালা
ঘটে চলেছে এই জীবনে।
ভাঙ্গা গড়ার স্বপ্ন ভাসে
চলার পথের প্রতি পদে
দুঃখ মাঝে প্রাণটা হাসে
বিশুষ্ক প্রায় ধরার নদে।
আকাশ পানে দূর সীমানায়
মেলে দিয়েছি ভাবনা যত
হাঁটতে গিয়ে এই জামানায়
হোঁচট খেয়ে হয়েছি নত।
জমে থাকা প্রশ্ন মালায়
কাটুক তবে জীবন ধারা
বেঁচে আছি বড়ো বালায়
মনটা কেমন আত্ম হারা।
নজর মেলে দেখতে থাকি
চারি দিকেই মায়ার বাঁধন
জীবন তটে জমেছে ফাঁকি
তবুও মনে আশার সাধন।