ক্যাফে কাব্যে পাভেল আমান

কিছুটা সময়
কিছুটা সময় রেখেছি তুলে
তোমার প্রতীক্ষায় দিন গুনে
ঘাত প্রতিঘাত নিমেষে ভুলে
প্রত্যাশার জাল চলেছি বুনে।
কিছুটা সময় রয়েছে তবে
মুহূর্ত মাঝে দিন যাপনে
আকাঙ্ক্ষা নিয়ে দেখা হবে
নিত্য হাজির বিবিধ স্বপ্নে।
কিছুটা সময় জমা আছে
মননের এক গহন কোণে
ভাবনা জুড়ে নিয়ত কাছে
ব্যপ্তি জীবনে প্রতিটি ক্ষণে।
কিছুটা সময় তোমার সাথে
একাত্ম হয়ে কাটাতে চাই
ভাব প্রদানে মনকি বাতে
খুঁজে বেড়ায় শান্তির ঠাঁই।