ক্যাফে কাব্যে পাভেল আমান

ইচ্ছে করে
ইচ্ছে করে হারিয়ে যেতে
তোমার সাথে চিরতরে
ভালোলাগার গল্পে মেতে
আনন্দোচ্ছ্বাস আঁকড়ে ধরে।
ইচ্ছে করে হাঁটতে থাকি
অজানা পথে আপন মনে
স্বপ্নগুলো সাজিয়ে রাখি
বেঁচে থাকার প্রতিটি ক্ষণে।
ইচ্ছে করে সুদূর দেশে
শুরু হোক তবে অভিযান
কাটুক জীবন সদা হেসে
দূর করে যত অভিমান।
ইচ্ছে করে প্রকাশ করি
দিন যাপনের কথা মালা
নিজের মত জীবন গড়ি
বিছিয়ে মনের ডাল পালা।