দিব্যি কাব্যিতে পাভেল আমান

তুমির আড়ালে
তুমি স্বপ্ন ফেরি করা
এক স্বপ্নের ফেরিওয়ালা
প্রতিনিয়ত দেখিয়ে চলেছো তোমার স্বপ্ন
তোমার স্বপ্নে বিভোর অনুরাগী।
তুমি বাগ্মিতায় তুখোড়
সারাক্ষণ গালভরা কথাতে ব্যস্ত
পরিস্থিতির সমূহ আঁচে বুনে দাও
জনগণমনে এক অদৃশ্য মনোহারী মায়াজাল।
তুমি বড়ো এক অভিনেতা
বাস্তবের রঙ্গমঞ্চে চরম সাবলীল
যেকোনো মুহূর্তে চরিত্রের খাপে মিশে গিয়ে
ভরিয়ে দাও অভিনয়ের বহুমাত্রিকতায়।
তুমি এক বহুরূপী সত্তা
ছদ্মবেশের আড়ালে মানব সেবক
সাম্যের শপথ নিয়ে সদা করতে আছো
অসাম্য, ভেদাভেদের নিষ্ঠুর বেশ বদল।
তুমি সর্বত্র বিরাজমান
সবেতেই তোমার অকারণ উপস্থিতি
সংকটের পরিত্রাতায় জুড়ে দিয়েছো
তোমার ভেকধারী ব্যক্তিত্বের দ্বিচারিতা।