ক্যাফে কাব্যে পাভেল আমান

প্রতিরাতেই
প্রতিরাতেই নতুন করে
বেঁচে থাকার স্বপ্ন দেখি
মধুর স্মৃতি আঁকড়ে ধরে
কিছুনা কিছু নিয়ত লেখি।
প্রতিরাতেই ইচ্ছে নানান
চাগিয়ে ওঠে মনন মাঝে
ভাবনাগুলো দিচ্ছে জানান
দিন যাপনে সকাল সাঝে।
প্রতিরাতেই খুঁজেতে থাকি
জীবন চলার নব অভিমুখ
এখনো তবে রয়েছে বাকি
পূর্ণতা লাভের কাঙ্খিত সুখ।
প্রতিরাতেই বিবিধ আশা
জাগিয়ে তোলে সুপ্ত চেতন
ভালোলাগার নিত্য ভাষা
প্রকাশ করে জীবন কীর্তন।