কবিতাগুচ্ছয় পিয়াংকী

(১) চোখ
সর্বনাশ কেটে গেছে,
প্রতিফলনে এখন বিরাট উঠোন, অসংখ্য লাল পিঁপড়ে
আয়নার পিছনের শত্রু
একমুঠ ছাই সে ছুঁড়ে দিয়েছে আজানের কুচকাওয়াজের সময় ।
ঘোমটা আর বোরখার অন্ধকারেও যে সূর্যোদয় হয় তা দেখার জন্য তুমি পরেছ চশমা আর
আমি লাগিয়েছি দূরাভাষ ।
(২) সম্মেলন
একগুচ্ছ পরিকল্পনা । পঞ্চবার্ষিকী কিংবা দৈনিক…
পরিমার্জনার চুক্তিবদ্ধ হিসাব
গাছের অঙ্গ হয়ে নিজেকে মাটিতে টিকিয়ে রাখার জন্য পাতাকে যেভাবে ধ্যানস্থ হতে হয় …
দশমিক থেকে পূর্ণ সংখ্যার যাত্রাপথে সমাজও সেভাবে খুলে দেয় সংরক্ষিত দরজা
প্রবেশ অবাধ