কবিতায় বলরুমে পিয়াংকী

জলের মতো
যতিচিহ্ন লাগোয়া রাস্তায় নেমে এসো
অপেক্ষা করতে করতে ছাউনিহীন হও
আরোগ্যকে যদি নৌকা ধরা হয়
আয়ু তাহলে বৃক্ষ
সেই বৃক্ষের সাথেই বেড়ে ওঠো
ভেঙে দাও অতিরিক্ত যা কিছু
হিসেব লিখে রাখা ছাড়া উপায় কি আছে আদৌ?
তবু ঝুপ করে মেঘলা হলে…
জানি না কেন ঋণ বেড়ে যায় জলের কাছে
নিঝুম দ্বীপের ওপর প্রাচীন ছায়া
ডাকহরকরার কাঁধে যে খাঁচা–
তাতে শুধুই মহাসাগরীয় স্রোত, ঝিনুক প্রবাল
ঝাঁক বেঁধে আছি। খোলসের গায়ে সাদা আলপনা
ভিতরঘরে মায়াটান স্নানছবি খোলসত্যাগ
দুমড়ে মুচড়ে যাচ্ছে সাধের পিঠ বুক নখ জিভ
মন্বন্তরের ওপর শামুক
ফেরৎপথ পিছল করছে সেই স্মারকদরজা…