ক্যাফে কাব্যে পরিযায়ী

বর্ম খুলে ফেলেছি

যুদ্ধ যুদ্ধ খেলা শেষে এক এক করে সব বর্ম,অস্ত্র খুলে রাখি।।
মনের থেকে স্নেহ,মায়া,মমতা এক এক করে খুলে রাখি
হ্রদয় প্রকোষ্ঠে প্রেম,ভালোবাসা,আবেগের পড়ানো বর্ম ও খুলে রাখি এক এক করে
ঈশ্বরের দেওয়া রক্ষা কবচ হ্রদয়ের স্পন্দন ছলনা করে ভিক্ষা চেয়েছিলে
সম্মানের দ্বন্দ্বে পরাজিত করে ছিনিয়ে নিয়ো তোমার সেই প্রত‍্যাশা।।
আমি তো জানতাম জয়দ্রথ,অশ্বথমা, মারীচ বধের ছলনায় ক্ষতবিক্ষত হবে আমার শরীর
যতোবার পরাক্রমের সম্মুখীন হয়েছো ততোবার ভ্রাতৃত্ব,বন্ধুত্ব,আত্মীয়তা,বিশ্বাসকে হত‍্যা করেছো বিশ্বাসঘাতকতার গল্পে।।
প্রতি যুদ্ধে রমনীয়তাকে পরীক্ষা দিতে হয় অগ্নিকুন্ডে, জহরব্রতে, এলোকেশী পাঞ্চালীর প্রতিজ্ঞায়।।
আমার তূনীরে রাখা রাগ,অভিমান, জেদ, প্রতিহিংসার অস্ত্রবাণ সব বিসর্জন দিই শান্ত নীরব নিঃসঙ্গ একাকীত্বের কুরুক্ষেত্রে।।
আত্মসম্মানের শিরোস্থান খুলে রেখে নগ্ন করি এক যোদ্ধাকে।।
ধর্ম,সভ‍্যতা,সততা,অহিংসার বাসা বাধা অবসাদের রক্তক্ষরণের ক্ষতবিক্ষত শরীর
আলো, বাতাসহীন কনডেমড্ শেলে অপেক্ষা করে লজ্জার ফাঁসিকাঠে hanging till to death এর জন্য ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।