T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় পিয়াংকী

ধর্মের শীতঘুম

ওই দূরে শায়িত আছে ধর্মের জটলা,
ঠিক যেমন শীতকালীন রোদ্দুর ঘাপটি মেরে শুয়ে থাকে মেঘ-আদরের আড়ালে ।
আসিফা আর অনন্যা পিঠেপুলিতে খুঁজে নেয় তাদের জন্মভূমিকে ,
কাঁটাতার পেরোলেই টের পাই আবদুল চাচীর নিকোনো উঠোনে পাতা খসানোর  দিন শুরু ,
উদাসী বিলাস ততক্ষণে জাপটে ধরেছে বকুল নামের ফুলপ্রেমিকে,
পৌষপার্বণে ভরে গেছে ভাতের হাঁড়ি
ইতুর মন্ত্রতন্ত্রের উচ্চারণে ফেঁসে যাবার পর …
রহিম চাচার বাগানের  আহ্লাদি খেজুরগুড়ে নেমে এসেছে দশজন্মের পৃথিবীস্বাদ ।
তারপরই কোথাও যেন বেজে উঠলো রক্তের ঘন্টাধ্বনি
ম্রিয়মাণ হতে থাকলো আগুন পোহানোর উত্তাপ ,
বিকেলের ছেড়ে যাওয়া আলো কেনো যেন ঘুরে দাঁড়ালো প্রতিযোগী হয়ে
সকালের কুয়াশা পথ বদলে ফেললো সান্ধ্য-তলোয়ারের তীক্ষ্ণতায় …
ক্যালেন্ডারে মাঘের শেষ , মা-আম্মুর উলকাঁটা পূর্ণতার পথে;
হঠাৎই সভ্যতা বিস্ফোরিত হলো জ্বালামুখী আগ্নেয়গিরিতে ,
শূন্য রিক্ত হাতে কবর আর শ্মশান ফিরিয়ে দিলো মৃত্যুশোক ।
ভারত-বাংলাদেশ সীমানা মুছে ধর্ম তখনও দাঁড়িয়ে আছে আজন্ম ভিক্ষুকের মতো ।
আর আমরা দুইদেশ দুহাতে ভাঙ্গছি বর্ডারলাইন
শীতের ঝরা পাতা কুড়িয়ে ওই মাটিতেই পুঁতে দেবো আগামীর  চারাগাছ॥
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।