পৌষ মাসে পিঠে পুলি, আর চলছে মেলা ।
ঘুঁড়ি হাতে ছেলের দল ছুটছে সারাবেলা ।।
হরেক রকম পিঠে গড়ে মাতছে পল্লীগ্রাম,
দুধ পুলি, পাটিসাপটা আরো কত রকম নাম।।
চলছিল সব নিজ ছন্দে, এগোচ্ছিল আরও একধাপ,
হঠাৎ করে লাগল যেন কারো অভিশাপ।।
শত হাসি, শত আনন্দ সব গেল থেমে।
বিশ্বজুড়ে হঠাৎ এক অন্ধকার এল নেমে।।
বিষাদ কেটে নতুন করে ফুটছে আবার হাঁসি,
পৌষ মেলা নিয়ে এল আবার আগের মতো খুশি।।
সংক্রান্তিতে আবার সেই পূণ্যস্নানের আশায়,
হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে সাগর মেলায়।।
পৌষ মাসের শেষ দিন টুসুর জয় গান
অজয় নদীতে হবে টুসুর ভাসান।।
পরের দিন ভোর রাতে টুসুকে নিয়ে আসে,
হরেক রকম ফুলের সাজে টুসু জলে ভাসে।।