সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে পিয়াংকী (পর্ব – ২৫)

স্টেশন থেকে সরাসরি
ইংরেজি ৬ই ডিসেম্বর ২০২১
বাংলা ২০ ই অগ্রহায়ণ ১৪২৮
সোমবার
আজ পঁচিশতম পর্বে দেশ নিয়ে কথা হোক। খাবার নিয়ে, বাসস্থান নিয়ে কথা হোক।
রাজস্ব আদায়ের জন্য দুহাত নিয়ে দাঁড়িয়ে আছে দেশ, পাশে পড়ে থাকা অবহেলিত ফসলিজমিতে বিঘার হিসেব চুকে যাচ্ছে সন্ধির প্রস্তাবে। ধানের অভিশাপ মুঠোতে জড়ো করে তুলে আমি ছুঁড়ে মেরেছি উত্তোলিত পতাকার শরীরে। শিক্ষার ফুলগুলোকে কুচোনো শাকের মতো রান্না করেছি ভাতের পাতে
হ্যাঁ , বেঁচে থাকতে গেলে নূন্যতম কিছু তো খাদ্য চাই
অজস্র ল্যাংটো শিশুর কান্নায় বাষ্পীভূত হচ্ছে তথাকথিত সামাজিক সভ্যতা।দূরে দাঁড়িয়ে আমি দেখছি ,
বৃদ্ধভাতার লাইনে সমাজ রেশন বিলি করছে দুটাকা কেজিতে ।
অথচ হাস্যকরভাবে , জাতীয় রঙ্গিন কিছু ভিখারি গিলে নিচ্ছে ভাতের শেষ ফ্যানটুকু পর্যন্ত …
যতটুকু নগরায়ন ঝুলে আছে আগামীর কার্নিশে , আমি দায়িত্ব নিয়ে ঠিক ততটুকুই সংরক্ষণ করছি মাতৃভূমির জন্য
প্রজাতন্ত্র গণতন্ত্র এসব তো ভাষার কাঠিনাড়া
আদতে মিডডেমিলের থালায় তাচ্ছিল্যের হাসিতে শব্দের কম্পাঙ্ক মাপছে দেশের ভবিষ্যৎ প্রজারা