কবিতায় বলরুমে পূর্বা

কোজাগরী

জেগে থাকার গল্পই যদি শোন
তবে বলি, আমি তো জেগেই আছি –
আজন্ম।
উত্তুরে হাওয়ার ফিসফিসানিকে তুড়ি মেরে উড়িয়ে
ঠান্ডা সরীসৃপের নিষ্পলক চাউনি
ফিরিয়েছি অবজ্ঞায়।
পূর্ণমাসীর আলোতে কবে আর রূপশালি ধানের বুকে দুধ জমেছে!
বরং ক্লান্ত বছরের অপেক্ষায় দু-একটা নিশিপদ্ম ফুটে উঠতে পারে হঠাৎই।
সমুদ্রমন্থনের সব বিষ অমৃতকুম্ভে ধারণ করতে করতে
যদি কোনদিন চোখের পাতা ভারী হয়,
তখন না হয় ডাক দিও ‘কোজাগরী ‘ বলে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।