T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় ওয়াসিম সেখ
by
·
Published
· Updated
পৌষ পার্বণ
বছরের ন্যায় বছর ফিরে,
এলো রে মাসিক পৌষ,
সবার মনে হৈ-হুল্লোড়,
মজবে এবার মনতোষ।
পৌষ মাসের আগমনে,
সবার মন আনচান-
এবার হবে পিঠে-পুলি,
পেট ভরে পাবো সব মান।
পৌষ আসাতে সবাই জানি হবেই ধুমধাম,
সব থেকে তাই পৌষ পালিত হয় পাড়া-পল্লিগ্রাম।
শহরবাসি শুধু পিঠে তাতেই মজাভার,
পল্লিগ্রামে হরেক রকম পিঠে-
নানান ছাঁচে প্রকার।
পিঠেপুলি,ভেজাপিঠে, তিসিপিঠে, দুধপিঠে-
সবই স্বাদে ভরা, পল্লির’ই ফসল মাঠে।
এই সময় পল্লিঘরে বিচিত্র আল্পনা কাটে,
তারপরে সূর্যদেব পূজিত হয়-
নমস্য করোজোড়ে তটে।
সন্ধ্যাবেলা আয়োজিত হয় টুসু গানের আসর,
ছোট থেকে বৃদ্ধ সবার আগমনে হয় বাসর।
মকর-সংক্রান্তির বেলামোহে সবার মনে ক্লান্তি,
বাঙালীর মন প্রানে সবই শূণ্যতা পায় ভ্রান্তি।