ক্যাফে স্পেশাল (টিচার্স ডে) সংখ্যায় ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়

আলো
জীবনে চলার পথে প্রতিনিয়ত শেখার কোনো শেষ নেই।
প্রথমে বাবা-মা তারপর শিক্ষাগুরু। কিন্তু কয়েকমাসের এই যুদ্ধে, ‘সময়’ আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় ‘শিক্ষক’ হয়ে উঠেছে।
কেন?
‘সময়’ আমাদের শিখিয়েছে কিভাবে দিনের পর দিন ধৈর্য ধরে একভাবে ঘরে থাকতে হয়। নিত্যদিনের গৃহবন্দী জীবন বড়ই দুঃসহ.. যদিও প্রযুক্তির যুগে অনেককিছুই সম্ভব হয়েছে, তবুও মনকে শান্ত করেছি আমরা। এক্ষেত্রে নিজেরা নিজেদের ‘শিক্ষক’ হয়ে উঠেছি।একরাশ স্মৃতি নিয়ে দিন কেটেছে আমাদের।
একটি ছোট্ট শিশু যেমন ধীরে ধীরে দাঁড়াতে শেখে, মা-বাবার হাত ধরে টলমল পায়ে চলতে শেখে,ঠিক তেমন করেই ‘সময়’ আমাদের শিখিয়েছে কিভাবে ভয়াবহ অতিমারীর বিরুদ্ধে এগিয়ে যেতে হয়।
জীবনের গতিপথে যে মেঘ দেখা দিয়েছিল সেই মেঘ সরে গিয়ে আবার পৃথিবীতে নতুন সূর্য উঠবেই। আর সেই নতুন আলোর দিশা দেখাবে ‘সময়’ রূপী এই ‘শিক্ষক’।আগামী দিনে পৃথিবী আবার হয়ে উঠবে সুস্থ ও সুন্দর।