হৈচৈ কবিতায় নীলাঞ্জনা ভট্টাচার্য

রোজনামচা

বারান্দায় সকালবেলা
আসে চারটে চড়াই
কিচির মিচির শব্দে
করে নিজের বড়াই ।

খাবার জল দেওয়া
নিত্য আমার কাজ
সকাল থেকে বিকাল
চলে তাদের রাজ ।

রোদের তাতে পুড়ে
ঠান্ডা ঘরের মাঝে
আশ্রয় নেয় তারা
খয়েরি কালো সাজে ।

আমার একরত্তি মেয়ে
ওদের সাথে মাতে
ধরা ছোঁয়ার খেলায়
কে হারে কে জেতে ।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *