মার্গে অনন্য সম্মান নীলাঞ্জনা সাহা (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
বর্তমান সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১৩৩
বিষয় – পঁচিশে বৈশাখ
প্রাণের রবীন্দ্রনাথ
কালবৈশাখী বৃষ্টি ঝড়েছে একলা কাটে রাত
নীলিমাময় জোৎস্না মাঝে আমার রবীন্দ্রনাথ।
রেখার রঙে মায়ার মন্ত্রে সুখে-দুখে তুমি
তুমি সুন্দর, অগ্রণী তুমি নাট্যকার প্রারম্ভিক
গর্বের তুমি, অবর্ণনীয় প্রতিভা ও সৃষ্টি তোমার চরণ নমি।
চেতনার রঙে পান্না হয়েছ, চুনিতে হয়েছ রাঙা
শত দুঃখে ও যন্ত্রণাতে তোমায় যায় না ভাঙ্গা।
প্রতিভা তোমার সর্বব্যাপ্তি সাগরে মর্ত ্য লোকে
ভানুসিংহের পদাবলীতে আছো, আছো গভীর দুঃখ শোকে।
প্রকৃতির কোলে রাজা হলে তুমি শিশিরে ঠেকালে মাথা
আপন করেছো প্রেমেরে তুমি সইয়া অশেষ ব্যথা।
আলো আঁধারের সঙ্গমে আছো অসীমের সীমানায়;
আকাশে বাতাসে মায়ার মন্ত্রে সাগরের কিনারায়।
অভিমান ভরা তৃষিত হৃদয়ে শত ফুল গেছে ঝড়ে
মৃত্যুর আগে মরেছ হাজার বেঁচেছ পরের তরে।
নাইট উপাধি ত্যাজিলে তুমি শোকার্ত ভরা কান্নায়!
গীতাঞ্জলিতে মনি হয়ে আছো নোভেলেতে চুনি পান্নায়।
তুমি মোদের বিশ্ব ব্যাপিয়া সকলের শিরোমনি
তোমায় মাপিব সাধ্য নহে গো, তুমি হৃদয়ের স্বর্ণ খনি।
ঠিকানা।