কবিতায় বলরুমে ধারাবাহিক নিবিড় সাহা

অন্দরমহল ৯
সেই ফাল্গুন ভোরের বেলা পুকুর টলমল
টোল পড়ছে সইতে যাওয়া জলে
কোকিল গানে দুটি পাতার নৌকো ভাসাই, চলো
বাইতে যাবো শিশির ভেজা মায়াবী অঞ্চলে l
আশার ঘরে কেউ বুনেছে নতুন গাছের চারা
ফুল ফুটেছে বুক পকেটের অন্তরিত খামে
আটপৌরে ঘর হয়ে যায় প্রজাপতির পাড়া
দুই জোড়া হাত আগুন ছুঁয়ে নদীর জলে নামে l