কবিতায় নবনীতা সূত্রধর

বৃদ্ধগাছ যুবক গাছ
আমাদের চারপাশে এখন বৃদ্ধ কোনো গাছ নেই
নেই ডাল ভেঙে পড়ার শব্দ
এখানে কেবল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কদম
ফুল ফোটে, ফুল ঝরে
আমি বললাম বোনের বিয়েতে কদম গাছ কেটে
একটা সুন্দর খাট বানিয়ে দেব
বাবা বললেন- বৃদ্ধ গাছ নেই
আমি বললাম- তাতে কী যুবক তো আছে
বাবা বললেন- যুবকের তেজ বেশি, সহ্য শক্ত কেবল বৃদ্ধের হয়।