কবিতায় নবকুমার শীল

কিছু বিষাদ মেঘ হোক

শখের বিষয় গুলোতেও আলসেমি পেয়ে বসলে যান্ত্রিক শহরে বৃষ্টির ছায়া কারো উপর পড়ে না তবে এই বিপ্লব সহসা এক বারের জন্য ঘটেনি ।
বজ্র ঝড়ের মাঝখানে আমি , আমার সন্ধান করছি অনেকে ধারণা করেন কৃষিভিত্তিক সভ্যতার মাধ্যমে মানবসমাজে পুরুষতান্ত্রিকতার জন্ম হয় ।
মুড়মুড়কে দুনিয়া দেখার জন্য ঈশ্বর একটা মাথার সঙ্গে একজোড়া পা দিয়েছেন ।
আমি হলাম আকাশ , কষ্ট আমার মেঘ ।
বার বার পরিকল্পনা পরিবর্তন ।
নীল নদের নৌকা গুলির মতো এই প্রথম পাল তুলে চলা শুরু করলাম ।
এই বিশ্ব ভুবনকে আড়াই পাকে বেঁধে ফেলতে পারি , এখানে ‘ফারাও’ শব্দটি মিশরীয় শব্দ গুচ্ছ ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।