কাল রাতেও চাঁদের আলোয়
তুমি নরম ছায়া হয়েছিলে l
আজ ভোরেও কোকিল ডেকেছিলো,
গাছের পাতা আর আল্হাদী হাওয়ার
ছোঁয়াছুঁই খেলা দেখেছি, তোমার সাথে বসে l
ভেবেছি আজ সারাদিন লেখা যেতে পারে
একটা দীর্ঘ প্রেমের কবিতা l
তখনও মনে হয়নি,
রোদ ক্রমশ এতো পাশবিক হবে,
স্বজন হারানো কান্নার শব্দ আসবে ভেসে l
হিংসার কালশিটে ছোপ ধরা,
তোমার রক্তাক্ত শরীর ছুঁয়ে বসে আছি
গুমোট গোধূলির সাথে l
আজ আর লেখা হলো না
তোমার জন্য সেই ভোরের কবিতা,
এখন ঘৃণা লেগে আছে সব শব্দের গায়ে l
পাখি, ফুল, গাছ আর বাতাসের কাছে
বড় অপরাধী হয়ে গেছি,
ওরা তো প্রতিবার ই তোমাকে
কবিতার মতো সাজায়, শুধু
আমরা সকল অনুভূতি হারিয়েছি l