কবিতায় নিশীথ ষড়ংগী

যা লেখা যায় না
শূন্যতার ভেতরেও অনন্ত নীলাভ চর
চলে যাওয়া তারই বুকে শান্ত এক পথ
নির্জন সাঁকোর নীচে জল যেন মৃত্যু দিয়ে ঘেরা
ওপরে শূন্যতা ভাসে
শব্দ নেই, পংক্তিও নেই, ভাষাও সুদূরপরাহত
ঝলসে ওঠে স্মৃতির কুঠার,,,,
তুমিওকি একা খুব? একক নৈঃশব্দ দিয়ে গড়া?
নিঃস্ব হতে হতে আর তুচ্ছ হতে হতে
রেখেছো বিষাদলিপি গূঢ় অন্ধকারে
শূন্যতাশাখায় বসে একটি পাখি ডেকে উঠলো ধীরে,,,