T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় নীলম সামন্ত

বলরুমের নাচ
আত্মহত্যা করিনি বলে বলরুমে আজ
ধোপদুরস্ত কাঁটাচামচ
আমার গায়ে সাদা পোশাক
বিড়ালের লোম
আজ অক্ষমতা বিষয়ক ঘোড়দৌড়ের প্রতিযোগীতা
প্রতিযোগিতায় নাম লিখিয়েছে
শাড়ি পরা গৃহবধু
আর গনতান্ত্রিক বাঘনখ দেখে নিচ্ছে
তাদের হাতের নখ কতখানি
গলায় অজস্র দড়ির দাগ দেখে
টিকিট চেকার টিকিট চেপে ইশারা করে
মেটাল ডিটেক্টর বুঝতে পারে না
শরীর কেটে দিচ্ছে বাতিল করাত
অগত্যা ক্লিনচিট দেওয়া হয়,
বেড়ালের পেছন পেছন যাই, খসে পড়ে রক্তাক্ত অঙ্গপ্রত্যঙ্গ।
.