T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় নীলম সামন্ত

আমি অ্যারেস্টেড
ব্যালকনির গাছগুলো শুকিয়ে যাবার পর বুঝলাম
আমি অ্যারেস্টেড
হ্যান্ডকাফ নেই, হাতে অসংখ্য ফুটো
রোদ গলে যাচ্ছে
জল গলে যাচ্ছে
সঙ্গ দিতে দাঁড়িয়ে আছে দুটো ডিমের খোলা
এই হাতেই বাঁশি বাজিয়েছি
বেতালা বালির ঝনঝন
কখন যে মুখ মুছে ফেললাম
একদিকে শুকনো গামছা, আরেকদিকে
টেস্টটিউব ভর্তি টেনিস কোর্ট –
ছুট মারলেও জায়গা নেই