T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় নিবিড় সাহা

পয়লা
আরও একটি ছয় পঙতির পদ্য হবে লেখা
কি জানি কোন শব্দেরা সব অপেক্ষাতে আছে
আজকে ভোরে তোমার সাথে আবার হলো দেখা
ডাক দিয়েছো নতুন কিছু মুহূর্তদের কাছে
দহন দুপুর, হয়তো কোথাও লেপ্টে যাবে ঘামে
ইলশেগুঁড়ি ইচ্ছে গুলো ভিজিয়ে দেবে রাত
এক টুকরো ঠান্ডা ছোঁয়া শিমূল তুলোর খামে
বিরহী আগুনে ফাগুন সেঁকতে যাবে হাত।