কবিতায় বলরুমে নিবিড় সাহা

এমনই তোমার যাওয়া
এমনই তোমার যাওয়া
কতবার আমি বন্ধ করেছি মুঠো
ফন্দি এঁটেছি বন্দি করে রাখার l
প্রতিবারই তুমি ফাঁকি দিয়ে গেছো শেষে
ফেলে রেখে গেছো চরণ চিহ্ন কিছু l
যত্ন করে তুলে রাখা আছে স্নেহের চিহ্ন যত,
ক্ষত চিহ্নরা রেশম পোকার গুটি,
কবে, কোথায়, কখন হবে ছুটি
তাও তো হবে তোমার থেকেই পাওয়া l
শুরুর থেকে সুদূর সে প্রান্তরে
এমনই তোমার আগুন ছুঁতে যাওয়া l